বরিশালে ইজিবাইকের চাপায় রেহেনা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (৫ এপ্রিল) দুপুরে নগরীর পলাশপুরের এক নম্বর গলিতে এ দুর্ঘটনা ঘটে৷
নিহত রেহেনা ওই এলাকার মাহাবুব হোসেনের স্ত্রী।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিমুল করিম জানান, দুপুরে রেহেনা হেঁটে স্থানীয় এক বাড়িতে যাচ্ছিলেন। এ সময় ব্যাটারি চালিত একটি ইজিবাইকের চাপায় গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় রেহেনাকে উদ্ধার করে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।