করোনাভাইরাসের সংক্রমণ রোধে জরুরি প্রয়োজন ছাড়া খুলনা নগর ত্যাগ ও প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।
সোমবার (০৬ এপ্রিল) রাতে কেএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, খুলনা থেকে যাতে কোনো লোক বাইরে যেতে না পারে এবং বাইরে থেকে কোনো মানুষ যাতে খুলনায় আসতে না পারে সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশের সব ইউনিটকে নির্দেশনা দিয়েছেন কেএমপি কমিশনার খন্দকার লুৎফুল কবির।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সাধারণ ছুটির সময় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া খুলনায় কেউ প্রবেশ করতে পারবে না এবং খুলনার বাইরেও কেউ যেতে পারবে না।