গৌরীপুরে ‘সেলফ লকডাউন’ ঘোষণা

ময়মনসিংহ, জাতীয়

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গৌরীপুর (ময়মনসিংহ) | 2023-09-01 01:40:23

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ব্যক্তি নিরাপত্তা ও সামাজিক দূরত্ব বজায় রাখতে ময়মনসিংহের গৌরীপুর উপজেলাকে সেলফ লকডাউনের ঘোষণা দিয়েছে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ।

বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে গৌরীপুরের প্রবেশদ্বার রামগোাপালপুরে সড়কে প্রতিবন্ধকতা স্থাপন ও লাল নিশান উড়িয়ে দিয়ে সেলফ লকডাউন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার সেজুতি ধর।

এর আগে ময়মনসিংহ -নেত্রকোনা মহাসড়কে গৌরীপুরের প্রবেশদ্বার শ্যামগঞ্জে সড়কে প্রতিবন্ধকতা স্থাপন ও লাল নিশান উড়িয়ে সেলফ লকডাউন করা হয়।

এদিকে করোনাভাইরাসের সংক্রমণ রোধে উপজেলা গ্রামাঞ্চলের সড়ক ও পৌর মহল্লার সড়কে প্রতিবন্ধকতা দিয়ে সেলফ লকডাউন করছে স্থানীয় এলাকাবাসী। পাশাপাশি এখন মানুষকে ঘরে রাখতে ও যানবাহন চলাচল নিয়ন্ত্রণে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী কঠোরভাবে বিধিনিষেধ কার্যকর করবে। জরুরি প্রয়োজন ছাড়া অযথা কেউ ঘরের বাইরে বের হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা।

বুধবার রাতে উপজেলা নির্বাহী অফিসার সেজুতি ধর বলেন, আমরা অনানুষ্ঠানিকভাবে গৌরীপুর উপজেলাকে সেলফ লকডাউনের আওতায় নিয়ে আসতে চাচ্ছি। সেলফ লকডাউন চলাকালীন জরুরি পণ্যবাহী গাড়ি, অ্যাম্বুলেন্স, সরকারি কাজে ব্যবহৃত গাড়ি, নিত্যপণ্য, কৃষিপণ্যের গাড়ি ব্যতিত সকল যানবাহন চলাচল বন্ধ থাকবে। উপজেলার কেউ বাইরে যাবে না। বাইরের কেউ হবেন উপজেলায় আসবে না।

রামগোপালপুরে সেলফ লকডাউন ঘোষণার সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. বোরহান উদ্দিন, রামগোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আল আমিন জনি, ডৌহাখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহীদুল হক সরকার, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. রইছ উদ্দিন প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর