বরিশালে ২৫ মণ জাটকা জব্দ

বরিশাল, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল | 2023-08-31 16:16:20

বরিশালের কাশিপুর মৎস্য বাজারে অভিযান চালিয়ে ২৫ মণ জাটকা জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে নৌপুলিশ ও জেলা মৎস্য অধিদপ্তর যৌথভাবে এ অভিযান চালায়।

জাটকা জব্দের বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করে বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ আবু সাঈদ জানান, সকালে বিভিন্ন জায়গায় থেকে কাশিপুর বাজারসহ বিভিন্ন বাজারে বিক্রির জন্য জাটকা আনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে কাশিপুর মৎস্য বাজারে অভিযান চালানো হয়। এ সময় ওই বাজার থেকে ১০টি ব্যারেল ভর্তি ২৫ মণ জাটকা জব্দ করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে জাটকা বিক্রির সাথে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পড়ে জব্দ করা জাটকাগুলো (ছোট ইলিশ) স্থানীয় বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি।

 

এ সম্পর্কিত আরও খবর