পবিত্র রজনীগুলোতে মরহুম আত্মীয়-স্বজনদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দল বেধে কবর জিয়ারত করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। তবে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ আতঙ্কে সে সুযোগ ছিল না এবারের মহিমান্বিত শবে বরাতে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিনগত রাতে খুলনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা প্রহরায় কবরখানায় আসেনি কোনো স্বজনরাও। এমনকি ভিড়তে পারেননি ভিক্ষুকরা।
করোনার সংক্রমণ রোধে অঘোষিত লকডাউন চলছে খুলনায়। বৃহস্পতিবার বিকেল থেকেই খুলনার কবরস্থানগুলোর মূল ফটকে অবস্থান নেয় পুলিশ। হ্যান্ড মাইকেই জমায়েত না করতে পুলিশ ধর্মপ্রাণ মুসল্লিদের প্রতি আহ্বান জানায়। নির্দেশনা উপেক্ষা করে ভিক্ষুকদের অবস্থান দমনে মৃদু ধাওয়া দেয় পুলিশ।
উল্লেখ্য, মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সামাজিক বিচ্ছিন্নতার স্বার্থে সারাদেশে মসজিদগুলোতে বড় জামায়াতে নামাজের বিষয়ে নিরুৎসাহিত করেছেন আলেমরা। শবে বরাতে মসজিদ, কবরস্থান ও মাজারে যাওয়া থেকে বিরত থাকার নির্দেশও দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। একইসঙ্গে মাজার ও কবরস্থানের গেট বন্ধ রাখার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।