পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং।
শনিবার (২৩ মে) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, লোটে শেরিং আজ সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছিলেন এবং পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তাকে এবং বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বাংলাদেশের জনগণ ও নিজের পক্ষ থেকে ভুটানের রাজা, প্রধানমন্ত্রী ও দেশটির জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বলেও জানান ইহসানুল করিম।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, ভুটানে ঘূর্ণিঝড় আম্পানের ফলে যে ক্ষয়ক্ষতি হয়েছে সে সম্পর্কেও খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ঘূর্ণিঝড়ের কারণে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি নিয়ে সমবেদনা প্রকাশ করেছেন।
১৫ মিনিটের এই কথোপকথনের সময় চলমান করোনাভাইরাস পরিস্থিতির বিষয়টিও দুই নেতার আলোচনায় উঠে আসে।