ভূঞাপুরে পঙ্গপাল সদৃশ পোকার আক্রমণ

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, টাঙ্গাইল | 2023-08-15 08:16:45

টাঙ্গাইলের ভূঞাপুরের মাইজবাড়ি গ্রামের একটি বাড়িতে সুপারি ও নারকেল গাছের পাতায় পঙ্গপাল সদৃশ পোকার আক্রমণ দেখা দিয়েছে। এতে এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে।

রোববার (৩১ মে) দুপুরে সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা গেছে।

জানা গেছে, গত ৭ দিন আগে মাইজবাড়ি এলাকার জুব্বার আলীর বেশকিছু সুপারি ও নারিকেল গাছের কচি পাতায় প্রায় ২ শতাধিক ফড়িং জাতীয় পোকা আক্রমণ করে। তারা সুপারি ও নারকেল গাছের পাতা খেয়ে ফেলে। এতে আতঙ্কিত হয়ে পড়ে বাড়ির মালিক ও স্থানীয়রা। এই ধরনের পোকা আগে কখনো দেখেনি বলে জানায় তারা।

পঙ্গপাল সদৃশ পোকা।

ভূঞাপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, ‘বিষয়টি জানার পর ওই বাড়িতে গিয়ে পোকাগুলো আমরা সরেজমিনে দেখে এসেছি। পোকাটি পঙ্গপাল না। তবে এটি ক্ষতিকর ক্যাটার ফিলার জাতীয় পোকা। যা দ্রুত এক গাছ থেকে অন্য গাছের পাতায় আক্রমণ করে। তবে ডায়‌ফেন এন৪৫ জাতীয় ওষুধ গাছে স্প্রে করলে এই পোকা মারা যায়।

 

এ সম্পর্কিত আরও খবর