প্রধানমন্ত্রীর তহবিলে অর্থ দিয়েছে ৫ মন্ত্রণালয়সহ ২৬টি সংস্থা ও বিভাগ

, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-25 16:02:57

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫ মন্ত্রণালয়সহ ২৬টি সংস্থা ও বিভাগ

সিনিয়র করেসপন্ডেন্ট।

ঢাকা: প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অর্থ দিয়েছে ৫টি মন্ত্রণালয়সহ মোট ২৬টি সংস্থা ও বিভাগ।

এদের মধ্যে রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এছাড়া অর্থ দিয়েছে বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটি, কর্ণফুলি ফার্টিলাইজার কোম্পানি লি: বাংলাদেশ লিজিং এন্ড ফাইন্যান্স কোম্পানিজ এসোসিয়েশেন, আইডিএলসি ফাইন্যান্স লি: আইপিডিসি ফাইন্যান্স লি: লঙ্কা বাংলা ফাইন্যান্স লি:, উত্তরা ফাইন্যান্স এন্ড ইনভেসমেন্ট লি:, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।

এদিকে আলী বাবা এন্ড জ্যাকমা ফাউন্ডেশনসহ মোট ২৬টি সংস্থা ও বিভাগ প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে চেক হস্তান্তর করেছে।

এ সম্পর্কিত আরও খবর