হাসপাতাল থেকে বাসায় ফিরে করোনা আক্রান্ত শিক্ষকের মৃত্যু

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-25 17:18:52

রংপুরের পীরগঞ্জে করোনা আক্রান্ত আব্দুল মান্নান ওরফে জাহাঙ্গীর (৫০) নামের এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে ।

শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার শীতলপুরে তার গ্রামের বাড়িতে মৃত্যু হয়।

মৃত আব্দুল মান্নান পীরগঞ্জ উপজেলার খালাশপীর বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ছিলেন। তিনি ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছিলেন।

শনিবার (৪ জুলাই) রাতে বার্তা২৪.কম-কে ওই শিক্ষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন রংপুর জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭ জনে।

সিভিল সার্জন জানান, ওই শিক্ষক শুক্রবার (৩ জুলাই) রমেক হাসপাতাল থেকে বাড়িতে ফিরে যান। সেখানে হোম আইসোলেশনে ছিলেন। শনিবার দুপুরে তার মৃত্যু হয়েছে। শিক্ষক আব্দুল মান্নান করোনায় আক্রান্ত হওয়া ছাড়াও দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।

এদিকে রংপুর জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, আজকের একজনসহ জেলায় করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে। বর্তমানে রংপুরে এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১০২৮ জন। এদের মধ্যে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন থেকে ৬৯০ জন সুস্থ হয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর