বিচারবিভাগের স্বাধীনতার জন্য আমরা শপথ নিয়েছি: জয়নাল আবেদীন

, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-07-01 16:25:36

দেশে আইনের শাসন গণতন্ত্র এবং বিচারবিভাগের স্বাধীনতার জন্য আজকে শপথ নিয়েছেন বলে জানিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি এডভোকেট জয়নাল আবেদীন।

সোমবার (১ জুলাই) বিকালে রাজধানীর শেরে বাংলা নগরস্থ জিয়াউর রহমানের মাজার জিয়ারত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতির দ্বায়িত্ব পাওয়ায় ফোরামের নেতৃবৃন্দকে নিয়ে মাজার জিয়ারতের আয়োজন করা হয়।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জয়নাল আবেদীন বলেন, আমরা আজকে দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীদের নিয়ে এখানে এসেছি। এখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমরা আমাদের কর্মসূচি শুরু করব এবং দেশে আইনের শাসন, গণতন্ত্র এবং বিচারবিভাগের স্বাধীনতার জন্য আমরা আজকে শপথ নিয়েছি। ইনশাল্লাহ অল্প কিছুদিনের মধ্যেই আইনের মাধ্যমে এবং বিচার বিভাগের মাধ্যমেই আমাদের নেত্রীকে মুক্ত করার জন্য সকল আইনজীবীরা প্রস্তুত হয়ে আছে।

সকল আইনজীবীদের নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সামনের দিকে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে যাবে বলেও জানান তিনি। তিনি ববেন, ইনশাল্লাহ আমরা আল্লাহর রহমতে সাকসেসফুল হব।

এ সম্পর্কিত আরও খবর