নির্বাচন অবশ্যই করতে হবে। তবে সংস্কার ছাড়া নির্বাচন নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আব্দুর রব।
সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির আয়োজনে ' দ্বি-কক্ষ পার্লামেন্ট- উচ্চকক্ষ গঠন' আলোচনায় সভায় তিনি এই কথা বলেন।
তিনি বলেন, যারা ফ্যাসিবাদ পতনের জন্য আন্দোলন করে জীবন দিয়েছে তাদের রক্তের প্রতি সম্মান দিয়ে আগে আমাদের সংবিধান সংশোধন ও সরকারি প্রতিষ্ঠান সংস্কার শেষে নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
আসম আব্দুর রব বলেন, যারা এইদেশের সাধারণ মানুষকে ১৫ বছর নির্যাতন করেছেন তাদের বিদায় হয়েছে। নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করতে হবে। আর কত রক্ত দিলে দেশটা ঠিক হবে। স্বৈরাচার বিদেশে বসে ষড়যন্ত্র করছে। এই স্বাধীনতাকে রক্ষা করতে হলে সবাইকে জাতীয় ঐক্যে থাকতে হবে।