আমরা অবশ্যই এই যুদ্ধে সফল হব: মির্জা ফখরুল

  • MH Tanvir
  • |
  • Font increase
  • Font Decrease

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

শেখ হাসিনা ভারতে অবস্থান করে বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে- এমন মন্তব্য করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আমরা সকল ষড়যন্ত্র রুখে দিব। আমরা অবশ্যই এই যুদ্ধে সফল হব।’

শনিবার (৯ নভেম্বর) বিকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইন্সটিটিউটে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কৃষক দলের আলোচনা সভায় তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমাদের অত্যন্ত সতর্কতার সঙ্গে আগাতে হবে। কারণ এখন পতিত ফ্যাসিবাদ ও স্বৈরাচার তারা আবার নতুন করে চক্রান্তের জাল বুনছে। সেই আধিপত্যবাদ তাদের দোসরকে সঙ্গে নিয়ে ভারতে অবস্থান করে বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আমরা সকল ষড়যন্ত্র রূখে দিব। আমরা অবশ্যই এই যুদ্ধে সফল হব।

বাংলাদেশী জাতীয়তাবাদের দর্শন ৭ নভেম্বরের পর জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেন উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তখন থেকেই দেশের মানুষ নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার সংগ্রাম শুরু করেছে। কিন্তু দুঃখজনকভাবে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশের শত্রুতা তার শাহাদাত বরণের মধ্য দিয়ে কাজগুলোর পরিসমাপ্তি ঘটায়।

বিজ্ঞাপন

বিএনপির মহাসচিব বলেন, বাংলাদেশের মানুষ বার বার তার স্বাধীনতা রক্ষায় রুখে দাঁড়িয়েছে। তারই ধারাবাহিকতায় যখন ফ্যাসিবাদ হাসিনা দীর্ঘ ১৫ থেকে ১৬ বছর ধরে অর্থনীতি ও রাজনীতির কাঠামোকে ধ্বংস করে দিচ্ছিল, আধিপত্যবাদের মাধ্যমে অস্তিত্ব নিশ্চিহ্ন করে দিচ্ছিল- সেই সময় বাংলাদেশের মানুষ আবার রুখে দাঁড়ালো।