মিরাজের চার উইকেট, শ্রীলঙ্কা ১৩১/৬

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-29 06:30:57

বল হাতে দিনটি নিজের করে নিতে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। স্পিন জাদুতে একাই ধসিয়ে দিয়ে যাচ্ছেন লঙ্কান ব্যাটিং লাইন-আপ। এবার ফেরালেন আশেন বান্দারাকে। লঙ্কান ক্যাপ্টেন কুশল পেরেরা ও ধনাঞ্জয়া ডি সিলভাকেও ফেরান মিরাজ। সব মিলিয়ে তার উইকেট হলো ৪টি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩১ ওভার শেষে ১৩১ রান তুললেই ৬ উইকেট হারিয়ে ফেলেছে শ্রীলঙ্কা। ২৬ রান নিয়ে উইকেটে আছেন এখন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৬ রান নিয়ে তাকে সঙ্গ দিচ্ছেন দাসুন শানাকা।

তার আগে স্পিন ম্যাজিক দেখালেন সাকিব আল হাসান। বিশ্বসেরা এ অলরাউন্ডার সাজঘরে ফিরিয়ে দেন কুশল মেন্ডিসকে। মেন্ডিস ২৪ রান নিয়ে সাকিবের বলে ক্যাচ দেন মেহেদী হাসান মিরাজের হাতে।

ঘূর্ণি জাদুতে শ্রীলঙ্কার ব্যাটিং লাইন-আপে প্রথম আঘাত হানেন মেহেদী হাসান মিরাজ। ফিরিয়ে দেন ওপেনার দানুশকা গুনাথিকালাকে। মিরাজের বলে মিরাজের হাতেই ক্যাচ তুলে দেওয়ার আগে ২১ রান করেন লঙ্কান এ উদ্বোধনী ব্যাটসম্যান। তার বাদেই পেস ঝড়ে ছোবল মারেন মুস্তাফিজুর রহমান। তারকা এ পেসার ফেরান পাথুম নিসানকাকে। ৮ রান নিয়ে মুস্তাফিজের বলে আফিফ হোসেনের হাতে ক্যাচ দেন নিসানকা।

তামিম ইকবাল-মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহ রিয়াদ তয়ী তারকা ব্যাটসম্যানের দুরন্ত ব্যাটিংয়ে মিরপুরে টস জিতে লঙ্কানদের বোলিংয়ে পাঠিয়ে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৫৭ রানের পুঁজি গড়েছে বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে জয়ের জন্য শ্রীলঙ্কার দরকার ২৫৮ রান।

এ সম্পর্কিত আরও খবর