বোলিংয়ে বাংলাদেশ, মুশফিক-জয়ের বদলে একাদশে নাঈম-নুরুল

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 23:39:25

এবারের নিউজিল্যান্ড সফরে টস ভাগ্যটা দারুণ পয়া মুমিনুল হকের জন্য। প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও টস ভাগ্য সহায় হয়েছে তার। ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে টস জিতে বোলিং বেছে নিয়েছেন বাংলাদেশ ক্যাপ্টেন। হ্যাগলি ওভালের সবুজ উইকেটের ফায়দা লুটতে শুরুতেই বল হাতে মাঠে নামছে লাল-সবুজের প্রতিনিধিরা। 

একাদশে দুটি বদল নিয়ে ফিল্ডিংয়ে নামছে টাইগাররা। আঙুলের চোট নিয়ে মাঠের লড়াই থেকে ছিটকে গেছেন মাহমুদুল হাসান জয়। তার বদলে ওপেনিংয়ে সাদমান ইসলামের সঙ্গে জুটি বাঁধবেন অভিষিক্ত মোহাম্মদ নাঈম। আর কুঁচকির চোট নিয়ে দর্শক বনে গেছেন মুশফিকুর রহিম। উইকেটরক্ষক-ব্যাটসম্যানের বদলে দলে জায়গা করে নিয়েছেন নুরুল হাসান সোহান। 

স্বাগতিক নিউজিল্যান্ডের একাদশেও এসেছে একটি পরিবর্তন। রাচিন রবীন্দ্রের জায়গায় দলে অন্তর্ভুক্ত হয়েছেন ড্যারিল মিচেল। 

এই ম্যাচ খেলেই টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেবেন রস টেলর। বিদায়ী টেস্ট নিয়ে খানিকটা হলেও আবেগতাড়িত নিউজিল্যান্ডের এ সিনিয়র ক্রিকেটার। তবে তার চোখে নেই জল। পুরো পরিবার নিয়ে মাঠে এসেছেন তিনি। টেলরের সঙ্গী হয়েছেন তার স্ত্রী ও সন্তানরা। 

মাউন্ট মাউঙ্গানুইয়ে দুরন্ত পারফরম্যান্সে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি জিতে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে ড্র করলেও সিরিজ জিতে নিবে সফরকারীরা। আর জিতলে তো কথাই নেই। তবে যে করেই হোক এ ম্যাচ জিতে সিরিজে সমতায় ফিরতে চায় ব্ল্যাক ক্যাপস শিবির। সিরিজ বাঁচিয়ে কিউইরা সংগ্রহ করতে চায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মূল্যবান পয়েন্ট। 

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন শান্ত, মমিনুল হক (অধিনায়ক), নুরুল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), ইয়াসির আলী, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন ও শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ: টম লাথাম (অধিনায়ক), উইল ইয়াং, ডেভন কনওয়ে, রস টেলর, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), ড্যারিল মিচেল, কাইল জেমিসন, টিম সাউদি, নেইল ওয়াগনার ও ট্রেন্ট বোল্ট।

এ সম্পর্কিত আরও খবর