চ্যাম্পিয়নস লিগে রিয়াল ও ইউনাইটেডের জয়

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2023-10-25 11:37:10

চ্যাম্পিয়নস লিগের গ্রুপ এ এর ম্যাচে এফসি কোপেনহেগেনের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। একই রাতে গ্রুপ ‘সি’ এর ম্যাচে পর্তুগিজ ক্লাব ব্রাগার বিপক্ষে ২-১ গোলের সহজ জয় তুলেছে স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ।

গ্রুপপর্বে নিজেদের তৃতীয় ম্যাচে কোপেনহেগেনকে হারানোর পেছনে যতটা না কৃতিত্ব রেড ডেভিলদের তার চেয়েও বেশি দায় প্রতিপক্ষের ভুলের। নিজেদের ভুলে ম্যাচের শেষ মুহূর্তে পাওয়া পেনাল্টিতে গোল করার সহজ সুযোগ কাজে লাগাতে পারেনি দলটি। অন্যদিকে হ্যারি ম্যাগুয়েরের গোলে টুর্নামেন্টের প্রথম জয় তুলেছে ইউনাইটেড।

এ ম্যাচে বল দখল কিংবা আক্রমণ সব বিভাগেই রেড ডেভিলদের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই চালিয়েছে কোপেনহেগেন। যদিও শেষ পর্যন্ত নিজেদের ভুলেই ম্যাচটা শেষ পর্যন্ত হাতছাড়া করেছে তারা।

রাতের আরেক হাই-ভোল্টেজ ম্যাচে নিজেদের ডেরায় জয় না পেলেও রিয়ালকে বেশ ভুগিয়েছে ব্রাগা। এদিন ম্যাচের ১৬ মিনিটেই রুদ্রিগোর গোলে ম্যাচে লিড নেয় রিয়াল। সেই লিড দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে দ্বিগুণ করেন জুড বেলিংহাম। যদিও এর খানিক পরই ম্যাচে ফেরার আভাস দেয় ব্রাগা। ৬৩ মিনিটে দাযালোর গোলে ব্যবধান কমায় ব্রাগা। এরপর লড়াই করে চোখে চোখ রেখে। যদিও শেষ পর্যন্ত আর সমতায় ফেরা হয়ে উঠেনি দলটির।

এ জয়ে তিন ম্যাচে তিন জয় নিয়ে গ্রুপ ‘সি’ এর শীর্ষে অবস্থান রিয়াল মাদ্রিদের।

এ সম্পর্কিত আরও খবর