টস জিতে অজিদের ব্যাটিংয়ে পাঠাল কিউইরা

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2023-10-28 10:50:13

টসে জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠিয়েছে নিউজিল্যান্ড। এ ম্যাচেও নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনকে পাচ্ছে না কিউইরা। দলকে নেতৃত্ব দিচ্ছেন টম ল্যাথাম।

ধর্মশালায় ষষ্ঠ রাউন্ডের নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হলো এই দুই দল। চার ম্যাচ জিতে সেমিফাইনালে যাওয়ার রাস্তা মসৃণ রেখেছে কিউইরা। অপরপক্ষে পয়েন্টের তালিকায় তাদের চেয়ে এক ধাপ পিছিয়ে রয়েছে অজিরা। সেমির রেসে টিকে থাকতে জয় টা গুরুত্বপূর্ণ, তাই সেটি নিশ্চিত করতেই চাইবে অস্ট্রেলিয়া।

শেষ পাঁচবারের দেখাতে সবগুলোতেই জয় পেয়েছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের এবারের আসরে ফর্মের তুঙ্গে থাকা নিউজিল্যান্ডের রাস্তায় এবারও বাঁধা দিয়ে জয় ছিনিয়ে নিতে চাইবে প্যাট কামিন্সরা। ধর্মশালার উইকেটে কি ঘটে তা বলা মুশকিল। ওয়ার্নার-ম্যাক্সওয়েল নাকি কনওয়ে-ইয়ং, কাদের ব্যাট আজ গর্জে উঠে সেটিই আজ গুরুত্বপূর্ণ।

সেমির রেসে  এগিয়ে যাওয়ার ম্যাচে নিউজিল্যান্ডের একাদশ থেকে বাদ পড়েছেন মার্ক চ্যাপম্যান। তার জায়গায় দলে ফেরানো হয়েছে জেমস নিশামকে। অন্যদিকে অজিরা ক্যামেরুন গ্রিনের জায়গায় একাদশে সুযোগ করে দিয়েছেন ট্র্যাভিস হেডকে।

অস্ট্রেলিয়া একাদশ: ট্র্যাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মারনাস লাবুশেন, জশ ইঙ্গলিস (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড।

নিউজিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকিরক্ষক), গ্লেন ফিলিপস, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।

এ সম্পর্কিত আরও খবর