ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে তাসকিন-মাহেদী

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2023-10-28 14:27:43

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নেদারল্যান্ডস। বিশ্বকাপে নিজেদের ষষ্ট ম্যাচে নেদারল্যান্ডের বিপক্ষে বল করবে বাংলাদেশ। যেখানে লক্ষ্য ডাচদের অল্পতে আটকে ফেলা।

কলকাতায় ষষ্ঠ রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচে আজ ডাচদের মুখোমুখি বাংলাদেশ। চারটি করে ম্যাচ হেরে সুবিধাজনক স্থানে নেই কেউই। পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে নেদারল্যান্ডস, আর দুই ধাপ উপরে অষ্টম স্থানে রয়েছে সাকিবের দল। সেমিতে খেলার স্বপ্ন ধরে রাখার ম্যাচ এটি, কারণ আজ যারা হারবে তাদের সেমির আশা শেষ হয়ে যাবেই ধরে নেওয়া যায়। তাই জয় ছাড়া বিকল্প নেই টাইগারদের।

ইডেন গার্ডেনসে আজ কারা জয় ছিনিয়ে নিয়ে স্বপ্ন বাঁচিয়ে রাখতে পারে এটিই এখন দেখার বিষয়।

কঠিন সমীকরণের ম্যাচে বাংলাদেশ দলেও এসেছে দুটি পরিবর্তন। একাদশে ফেরানো হয়েছে তাসকিন আহমেদ ও মাহেদী হাসানকে। তাদের একাদশে জায়গা করে দিতে বাদ পড়েছেন হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।

নেদারল্যান্ডস একাদশ: ম্যাক্স ও'ডাউড, বিক্রমজিৎ সিং, ওয়েসলি বারেসি, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), বাস ডি লিড, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখ্ট, লোগান ভ্যান বেক, শরিজ আহমেদ, আরিয়ান দত্ত, পল ভ্যান মিকেরেন


বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মাহেদী হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

এ সম্পর্কিত আরও খবর