শুরুর ধাক্কা সামলে আগ্রাসী হয়ে উঠেছে লঙ্কানরা

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2024-03-06 18:57:44

সিরিজ বাঁচানোর ম্যাচে টসে জিতে লঙ্কানদের ব্যাটিংয়ে পাঠিয়ে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারে দলীয় ১ রানেই তাসকিন আহমেদের বলে সাজঘরের পথ ধরতে হয়েছিল লঙ্কান ওপেনার আভিস্কা ফার্নান্ডোকে। ৩ ওভারে লঙ্কানদের সংগ্রহ ছিল ৮ রানে ১ উইকেট। তবে এরপর ঘুরে দাঁড়িয়েছে লঙ্কানরা।

তাসকিন আহমেদের দ্বিতীয় ওভারে ১৭ রান আসলে মোমেন্টাম পেয়ে যায় লঙ্কানরা। এরপর যারাই বোলিংয়ে এসেছেন। রান খরচ করতে হয়েছে বেশ। ১ রানে ১ উইকেট হারানো লঙ্কানের সংগ্রহ পাওয়ার প্লে শেষে ১ উইকেটে ৪৯।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ ৮ ওভার শেষে ১ উইকেট খরচায় ৬৪ রান। সময়ের সঙ্গে আগ্রাসী হয়ে উঠছেন কুসাল মেন্ডিস ও কামিন্দু মেন্ডিস জুটি। দু’জনের ব্যাটেই বড় সংগ্রহের পথে এগিয়ে যাচ্ছে লঙ্কানরা।

এর আগে, সিরিজ বাঁচানোর ম্যাচে একাদশে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ। আগের ম্যাচে হারলেও ওই ম্যাচের একাদশেই ভরসা অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। বাংলাদেশ দল তাদের একাদশে পরিবর্তন না আনলেও পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা। স্পিনার আকিলা দনাঞ্জয়ার জায়গায় দলে জায়গা করে দেওয়া হয়েছে পেসার দিলশান মাদুশঙ্কাকে।

এ সম্পর্কিত আরও খবর