বোলারদের দিনে শেষবেলায় আতঙ্কে বাংলাদেশ

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪ | 2024-03-22 17:44:27

সিলেট টেস্টের প্রথম দিনটাকে বোলারদের বললে হয়ত কেউ কেউ আপত্তি জানাতে পারেন। সামনে আনতে পারেন দুই লঙ্কান ব্যাটার ধনঞ্জয়া ডি সিলভা এবং কামিন্দু মেন্ডিসের ২০২ রানের জুটির প্রসঙ্গ। তবে দুই দলের বোলাররা মিলে যেদিন ১৩ উইকেট তুলে নিয়েছেন, দুই অঙ্ক ছুঁতে পারেননি দুই দল মিলিয়ে দশের অধিক ব্যাটার-তখন দিনটিকে বোলারদের বলে দেয়াই যায়। ওই দুই ব্যাটারের বড় জুটির পরও লঙ্কানদের ২৮০ রানে বেঁধে ফেলে বাংলাদেশ। তবে শেষবেলায় ৩২ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বিপদ দেখছে নিজেরাও।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে লঙ্কানদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় বাংলাদেশ। শুরুতেই পেসার খালেদ আহমেদের আগুনে বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখে সফরকারীরা। ৫৭ রান স্কোরবোর্ডে তুলতেই অর্ধেক ব্যাটিং শেষ হয়ে যায় শ্রীলঙ্কার।

ধ্বংসস্তূপ থেকে লঙ্কানদের টেনে তোলার চেষ্টা করেন অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা, তাকে সঙ্গ দেন কামিন্দু মেন্ডিস। তাদের দুজনের অবিশ্বাস্য দৃঢ়তায় শুরুর ধাক্কা তো কাটিয়ে ওঠেই শ্রীলঙ্কা, উল্টো চোখ রাখে বড় স্কোরে। বাংলাদেশের বোলারদের উপর দাপট দেখিয়ে দুজনই তুলে নেন সেঞ্চুরি।

তবে সেঞ্চুরি ছুঁয়ে সমান ১০২ রানেই সাজঘরের পথ ধরেন দু’জন। প্রথম দুই সেশনে খরুচে বোলিং করলেও শেষ সেশনে রুদ্ররূপে আবির্ভূত হন অভিষিক্ত নাহিদ রানা। গতিতে পরাস্ত করেন দুই সেঞ্চুরিয়ান কামিন্দু এবং ধনঞ্জয়াকে। ভাঙেন তাদের ২০২ রানের জুটি।

দুই সেঞ্চুরিয়ানকে হারিয়ে হুড়মুড়িয়ে ভেঙে লঙ্কান ব্যাটিং অর্ডার। শেষ ২১ রানে পাঁচ উইকেট হারিয়ে ২৮০ রানেই থামতে হয় তাদের।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ তিনটি করে উইকেট যায় পেসার খালেদ আহমেদ এবং অভিষিক্ত নাহিদ রানার ঝুলিতে।

শেষবেলায় ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা হয়েছে ভুলে যাওয়ার মতো। ১৭ রানের মধ্যেই ওপেনার জাকির হাসান (৮) এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে (৫) খুইয়ে বসে বাংলাদেশ। তাদের দু’জনকেই লেগ বিফোরের ফাঁদে ফেলেন লঙ্কান পেসার বিশ্ব ফার্নান্দো।

কাসুন রাজিথার বলে স্লিপে ক্যাচ হয়ে ফিরতে হয় অভিজ্ঞ মুমিনুল হককেও (৫)। শেষবেলায় টপ অর্ডারের এমন ধসে বিপদ দেখছে বাংলাদেশ। শ্রীলঙ্কার চেয়ে ২৪৮ রানে পিছিয়ে থেকেই দ্বিতীয় দিনে মাঠে নামবেন ব্যাটিংয়ে থাকা দুই ব্যাটার মাহমুদুল হাসান জয় (৯*) এবং নাইটওয়াচম্যান তাইজুল ইসলাম (০*)।

এ সম্পর্কিত আরও খবর