কোহলিকে বেঙ্গালুরু ছেড়ে দিল্লি যাওয়ার পরামর্শ পিটারসেনের

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2024-05-23 17:30:23

আরও একটা স্বপ্নের আইপিএল যাত্রা থামল বিরাট কোহলির। এলিমিনেটর ম্যাচে তার দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হেরেছে রাজস্থান রয়্যালসের বিপক্ষে। আর তাতেই শেষ কোহলির প্রথম আইপিএল শিরোপা জয়ের স্বপ্ন। যেটা দীর্ঘ ক্যারিয়ারে কখনোই জেতা হয়নি তার।

অথচ, কোহলির নামের পাশে আইপিএলের রেকর্ড রান, সেঞ্চুরি কিংবা সর্বোচ্চ ফিফটি হাঁকানোর তকমা। চলতি মৌসুমেও সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার পথে রয়েছেন কোহলি। অথচ দিনশেষে কখনোই আইপিএল ট্রফি না জেতার আক্ষেপে পুড়তে হয় তাকে। যা নিয়ে শুনতে হয় সমালোচনাও। আর এই অবস্থা থেকে বেরিয়ে এসে শিরোপা জিতে আক্ষেপ ভুলতে কোহলিকে পরামর্শ দিয়েছেন সাবেক ইংলিশ অধিনায়ক কেভিন পিটারসেন। তার মতে, বেঙ্গালুরু ছেড়ে দিলেই শিরোপা জিততে পারে কোহলি।

ক্যারিয়ারের শুরু থেকেই বেঙ্গালুরুতে খেলছেন কোহলি। দলটির হয়ে কতশত অর্জন তার। অথচ, কোনো শিরোপা নেই। এই অবস্থায় কোহলিকে ক্লাব ছাড়ার পরামর্শ দিয়ে পিটারসেন বলেন, ‘আমি এটি আগেও বলেছি এবং আবারও বলব -অন্যান্য বড় খেলোয়াড়রা যেমন শিরোপা খরা কাটাতে দল ছেড়ে অন্য কোথাও যায়, তারও তেমনটি করা উচিত। যখন তিনি চেষ্টা করেছেন, কঠোর পরিশ্রম করেছেন -আবারও অরেঞ্জ ক্যাপ জিতেছেন অথচ তার ফ্র্যাঞ্চাইজি আবারও ব্যর্থ হয়েছে। আমি বুঝতে পারি যে সে দলের ব্র্যান্ড এবং সে দলে বাণিজ্যিক মূল্য এনেছে... কিন্তু দিনশেষে বিরাট কোহলি এমন একটি দলে খেলার যোগ্য যেটি তাকে শিরোপা জিততে সাহায্য করতে পারে।’

শিরোপা জিততে কোথায় যাওয়া উচিত কোহলির সেটিও জানিয়ে দিয়েছেন পিটারসেন। বলেন, ‘আমি আসলে মনে করি তার গন্তব্য দিল্লি হওয়া উচিত। দিল্লি হল সেই জায়গা যেখানে বিরাটকে নানা কারণেই যেতে হবে। বিরাট চাইলেই চলে যেতে পারেন, এবং বেশিরভাগ সময় বাড়িতেই থাকতে পারেন। আমি জানি দিল্লিতে তার একটি বাড়ি আছে। সেখানে তার একটি পরিবার আছে। কাজেই সে পারে। আর তাছাড়া দিল্লিতে বেশি সময় কাটানোয় কোহলি চাইলেই দিল্লির মতো বেঙ্গালুরু ফিরে যেতে পারেন না।’

তিনি আরও বলেন, ‘আমার মনে হয় বিরাটের এ বিষয়য়ে চিন্তা করার সময় এসেছে। বেকহ্যাম চলে গেছে, রোনালদো চলে গেছে, মেসি চলে গেছে, হ্যারি কেইনও স্পার্স ছেড়ে বায়ার্ন মিউনিখে গেছে। কোহলি নয় কেন তবে?’

এ সম্পর্কিত আরও খবর