ইউরোর দলগুলোকে সতর্কবার্তা দিলেন জার্মান কোচ

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-06-15 18:42:14

শেষ এক দশক ধরে মেজর টুর্নামেন্টগুলোয় জার্মানির পারফর্ম্যান্স তেমন সুবিধার নয়। তবে এবারের ইউরোর আয়োজক জার্মানি নিজেদের প্রথম ম্যাচেই স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়েছে ৫-১ গোলে। এমন জয়ের পর জার্মান কোচ জুলিয়ান নাগেলসমান বললেন, এই ম্যাচটা স্রেফ প্রথম ধাপ ছিল তার দলের!

তিনি বলেন, ‘দল জানে এটা স্রেফ প্রথম ধাপ। তবে ম্যাচটা বেশ ভালো ছিল। বেশ গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল এটা, কারণ এ থেকে আমরা অনুপ্রেরণা নিতে পারব।’

গতকাল জার্মানি বেশ নিখুঁত এক ম্যাচ খেলেছে। শুরু থেকে শেষ পর্যন্ত ছড়ি ঘুরিয়েছে স্কটিশদের ওপর। এ নিয়ে নাগেলসমান বলেন, ‘আমরা ওপেন প্লে থেকে কোনো সুযোগ দেইনি। শেষে গোলটা খাওয়ার পর দল যে প্রতিক্রিয়া দেখিয়েছে, এটা বেশ ভালো ইঙ্গিত। এটাই দেখায় আজ দলের কেমন ক্ষুধা ছিল!’

এই জয়ের প্রতিক্রিয়ায় এদিন গোল করা ফরোয়ার্ড কাই হ্যাভার্টজ বলেন, ‘আমি মনে করি যখন আপনি ৫-১ ব্যবধানে জেতেন, এটা একটা বার্তা। তবে এটাও ঠিক যে এটা মাত্রই শুরু! আমরা আমাদের দলে কেমন খেলোয়াড় আছে, তা দেখিয়েছি। আমরা সব কঠিন দলকে চ্যালেঞ্জ জানাতে চলেছি।’

এ সম্পর্কিত আরও খবর