বৃষ্টিতে পেছালো ভারত-ইংল্যান্ড সেমিফাইনালের টস

  ক্রিকেট কার্নিভাল
  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গায়ানায় দ্বিতীয় সেমিফাইনালে বৃষ্টির কারণে বিলম্বিত হলো টস। বৃষ্টি কমে এলেও পিচ পরিদর্শন করে দেখা গেছে মাঠের বেশিরভাগ জায়গা এখনো ভেজা।

স্থানীয় সময় ৯.৫২ তে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে জানানো হয়েছে এই খবর। পিচ পরিদর্শক বলেছেন, যদিও এখন বৃষ্টি হচ্ছে না, তবে খেলা শুরু হওয়া বিষয়ে বেশ শঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন

তবে ম্যাচটি মাঠে গড়ানোর জন্য সর্বোচ্চ চেষ্টা চালাবে আইসিসি। সেক্ষেত্রে ন্যূনতম ১০ ওভার করে খেলতে হবে দল দুটিকে। গ্রুপপর্বের ম্যাচের জন্য এটা ৫ ওভার করে নির্ধারিত থাকলেও সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের জন্য নিয়মটা ১০ ওভারের। তবে এই ওভারও যদি মাঠে না খেলানো সম্ভব হয় আর অন্যদিকে ম্যাচের জন্য অতিরিক্ত বরাদ্দকৃত ২৫০ মিনিট সময়ও যদি পেরিয়ে যায়, তখন জিতে যাবে ভারত।

আর এমনটার কারণ, সুপার এইটের পয়েন্টকে আনা হবে বিবেচনায়। যেখানটাতে কোনো হার নেই ভারতের। অন্যদিকে সুপার এইটে ইংল্যান্ড হেরেছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। যার খেসারত হয়তো এই ম্যাচে দিতে হতে পারে ইংল্যান্ডকে। গায়ানার আবহাওয়া অন্তত সেই শঙ্কায় জাগিয়ে তুলছে।

বিজ্ঞাপন