ব্রাজিল কোচের কাছে প্রতিটা ম্যাচই নির্ণায়ক 

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-06-28 15:33:03

কোপায় শিরোপা পুনরুদ্ধারের আসরের শুরুটা খুব একটা ভালো হয়নি ব্রাজিলের। গত ২৫ জুন গ্রুপপর্বে কোস্টা রিকার বিপক্ষে ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ করেছে সেলেসাওরা। যদিও সেই ম্যাচে খেলোয়াড়দের পারফর্ম নিয়ে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বেশ সুনাম করেছিলেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। প্রশংসা করেন নিজেদের পরবর্তী ম্যাচ প্যারাগুয়ের বিপক্ষে লড়াইয়ের আগে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনেও। আগের ম্যাচের ফলাফল নিয়ে যদিও খুব একটা ভাবছেন না দরিভাল। তবে তার মতে, দলের জন্য প্রতিটা ম্যাচই নির্ণায়ক। 

অবশ্য এই সময়ে এসে প্রতিটা ম্যাচ নির্ণায়ক হিসেবে না ভেবেও যে উপায় নেই ব্রাজিলের। কেননা কোস্টা রিকার বিপক্ষে ড্রয়ের পর এখন গ্রপপর্বে দুই ম্যাচের কোনোটিতে হোঁচট খেলেই বিদায়ের ঘণ্টা বেজে যেতে পারে ভিনিসিয়ুস-রদ্রিগোদের। ‘ডি’ গ্রুপে শীর্ষে আছে দারুণ ছন্দে থাকা কলম্বিয়া। এদিকে প্যারাগুয়েও কঠিন চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। তাদের বিপক্ষে আগামীকাল গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে নামবে দরিভাল জুনিয়রের দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়। 

প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচটি সামনে রেখে তাই দরিভাল বলেন, ‘প্রতিটা ম‍্যাচই নির্ণায়ক, সেটা প্রীতি ম‍্যাচই হোক না কেন। ব‍্যাপারটা সব সময় একই থাকবে। আমরা এখান থেকে বের হতে পারব না।’ 

দরিভালের মতে এটা দলের পরিবর্তনের সময়। এই কোপা দিয়েই ব্রাজিলের হয়ে বড় কোনো টুর্নামেন্টে দায়িত্ব পালন করছেন ৬২ বছর বয়সী এই কোচ। তার কাছে প্রতিটা ম্যাচে দলের নেতিবাচক থেকে ইতিবাচক দিকটাই বেশি আছে। ‘আমাদের বুঝতে হবে, এটা পরিবর্তনের সময়, পালাবাদলের সময়। একটা দল রাতারাতি তৈরি করা যায় না… এটা সহজাত প্রক্রিয়া। স্রেফ সবশেষ ম‍্যাচ নয়, প্রতিটা ম‍্যাচে দল নেতিবাচকতার চেয়ে ইতিবাচকতা বেশি দেখাচ্ছে।’

এদিনও কোস্টা রিকার বিপক্ষে ম্যাচে ফলাফল ছাপিয়ে দলের ফুটবলারদের আরও একবার প্রশংসায় ভাসালেন দরিভাল। ‘এটা স্বাভাবিক যে আমরা সবাই গত ম‍্যাচেন (কোস্টা রিকার বিপক্ষে) ভিন্ন ফল প্রত‍্যাশা করেছিলাম। তবে আমরা যেভাবে পারফর্ম করেছি, এর প্রশংসা না করে পারা যায় না।’ 

১ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে ব্রাজিল আছেনগ্রুপপর্বের তালিকার দুইয়ে। এদিকে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে কলম্বিয়া। 

এ সম্পর্কিত আরও খবর