ঝড়বৃষ্টি মোকাবিলা করেই দেশে ফিরবে ভারত

  ক্রিকেট কার্নিভাল
  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

হাড্ডাহাড্ডি লড়াই শেষে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ১৭ বছর পর নিজেদের ইতিহাসে দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তুলে নিয়েছে ভারত। তবে বিশ্বকাপ ট্রফিটি নিয়ে এখনো দেশে ফেরত আসতে পারেননি রোহিত-কোহলিরা। হ্যারিকেন বেরিলের প্রভাবে বার্বাডোজেই আটকে আছে পুরো দল।

তবে আগামীকাল (৩ জুলাই) ভোরে দিল্লির উদ্দেশ্যে রওনা দিবে তারা, এমনটাই জানা গেছে। চার্টার্ড বিমানে করে ঝড়বৃষ্টি এড়িয়েই ঠিকঠাক দেশে ফিরতে প্রস্তুত ভারত দল এবং তাদের পরিবার।

বিজ্ঞাপন

সূত্রমতে, বিসিসিআইয়ের বিশেষ বিমানে করে দেশে ফিরিয়ে আনা হবে খেলোয়াড়দের। ১৬ ঘণ্টার যাত্রা শেষে দিল্লিতে অবতরণ করবে দল। সেই ফ্লাইটে ক্রিকেটার, স্টাফ এবং তাদের পরিবার ছাড়াও থাকবেন বিসিসিআই চিফ রজার বিনি ও সেক্রেটারি জয় শাহ।

বার্বাডোজের প্রধানমন্ত্রী মিয়া মটলি এ প্রসঙ্গে বলেছেন, 'আশা করছি ভোরের দিকে বিমানবন্দর চালু হবে। তবে এই বিষয়ে আগে থেকে কিছু বলতে চাই না। বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে আমি নিয়মিত যোগাযোগ রেখেছি। ওদের প্রস্তুতি প্রায় শেষ।'