মাটি খাওয়ার কারণ জানালেন রোহিত

  ক্রিকেট কার্নিভাল
  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের ফাইনাল ম্যাচ ততক্ষণে শেষ। ভারতীয় দলের সবাই তখন শিরোপা নিয়ে উদযাপনে ব্যস্ত। ঠিক তখনই এক অদ্ভুত কাণ্ড করলেন ভারতের সদ্য বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত শর্মা। ফাইনাল ম্যাচটি যে পিচে হয়েছে সেখানে গেলেন এবং একটু মাটি আঙুল দিয়ে তুলে নিয়ে মুখের ভেতর নিয়ে নিলেন!

পরদিন আইসিসির সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিও প্রকাশ পেতেই শুরু হয়ে যায় আলোচনার ঝড়। কেন এই কাজ করেছিলেন রোহিত? ঠিক কোন ভাবনা থেকে এই আজব কাজটি করলেন তিনি? এই প্রশ্ন ছড়িয়ে পড়ে অন্তর্জালে। সেই প্রশ্নের জবাবটা ভারতীয় ক্রিকেট বোর্ডের এক ভিডিওতে দিলেন রোহিত নিজেই।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আগে থেকে কিছুই ঠিক করিনি। এই মুহূর্তটা উপভোগ করছিলাম। পিচটা আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়েছে। এই মাঠ, এই পিচ আমি ভুলতে পারব না। তাই এর একটা অংশ আমি নিজের কাছে রাখতে চেয়েছিলাম। এই মুহূর্তগুলো খুবই স্পেশাল। আমার স্বপ্ন সত্যি হয়েছিল। আমি কিছু একটা নিয়ে যেতে চাইছিলাম। সেই কারণেই মাটি খেয়েছিলাম।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়েছিল ভারত। তবে এক পর্যায়ে মনে হচ্ছিল প্রোটিয়ারা বুঝি ম্যাচটা বের করেই নিচ্ছে। ৩০ বলে ৩০ রান দরকার ছিল তাদের। সে পরিস্থিতি থেকে শেষমেশ ম্যাচটা ৭ রানে জিতেছে ভারত। 

ম্যাচটা এখনও মন থেকে মুছে ফেলতে পারছেন না রোহিত, ‘বিশ্বাস করাটা কঠিন। স্বপ্ন-স্বপ্ন মনে হচ্ছে। সত্যিই আমরা বিশ্বকাপ জিতেছি, কিন্তু সেটা বিশ্বাস করতে পারছি না। এটাই আবেগ। মনের মধ্যে এটাই চলছে।’

উদযাপনের মধ্যমণি রোহিত, মাঝে শুয়ে আছেন, চোখেমুখে তৃপ্তির ছাপ। এমন এক ছবি পোস্ট করেছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে। রোহিত জানালেন, এটাই এখন তার মানসিক পরিস্থিতি। তিনি বলেন, ‘এই ছবিটাই বুঝিয়ে দেয় আমার মানসিক অবস্থা কী। অনেক কথা বলতে ইচ্ছে করছে, কিন্তু মুখে কিছুই আনতে পারছি না। ওই শনিবারটা আমার কাছে কী, সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারব না। দ্রুতই আমি সেসব নিয়ে বলব। তবে এখন আমি আর সবার মতোই স্বপ্নের জগতে আছি।’