ভিনিকে পেনাল্টি না দেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল, কনমেবলের স্বীকারোক্তি

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-07-04 13:05:55

কলম্বিয়ার বিপক্ষে ড্র করে ব্রাজিল কোপা আমেরিকার ডি গ্রুপ থেকে গ্রুপ রানার্স আপ হয়ে শেষ আটে চলে গেছে। এই ম্যাচের পর কোচ দরিভাল জুনিয়র জানিয়েছিলেন, ম্যাচে না পাওয়া এক পেনাল্টিই ম্যাচের নিয়তি গড়ে দিয়েছে। এবার তার সুরে কথা বলল কনমেবলও। তারা জানিয়েছে, গতকালকের ম্যাচে রেফারির পেনাল্টি না দেওয়াটা ভুল সিদ্ধান্ত ছিল।

গতকাল লেভিস স্টেডিয়ামে কলম্বিয়ার মুখোমুখি হয়েছিল সেলেসাওরা। ১২ মিনিটে রাফিনিয়ার দারুণ ফ্রি কিক থেকে গোল পেয়ে যায় দলটা। এরপর ব্যবধান আরও বাড়তে পারত। ৪২ মিনিটে ভিনিসিয়াসকে নিজেদের বক্সে ফেলে দেন কলম্বিয়ান ডিফেন্ডার দানিয়েল মুনোজ। তখনই পেনাল্টির দাবি তুলেছিলেন ভিনি। তবে রেফারি তাতে সায় দেননি। এমনকি ভিএআর দেখে এসেও সিদ্ধান্ত নেন পেনাল্টি না দেওয়ার। 

এরপর ব্রাজিল শিবির থেকে প্রতিবাদ এসেছে এই সিদ্ধান্তের। এবার কনমেবলও জানাল, সে সিদ্ধান্ত ভুল ছিল। দক্ষিণ আমেরিকার ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি একটি ভিডিওবার্তায় বলেছে, ‘বক্সে বল দখল করতে গিয়ে লড়াইয়ে ডিফেন্ডারের পা বল ছোঁয়নি। সংঘর্ষ হয়েছে, আর যে সিদ্ধান্তটা দেওয়া হয়েছে, তা মোটেও যৌক্তিক ছিল না। রেফারি এটা দেখতে ব্যর্থ হয়েছেন, ভিএআরও ব্যর্থ হয়েছে।’

সে ম্যাচের পর ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র বলেছিলেন ওই পেনাল্টিটা পেলে ফলটা অন্যরকমও হতে পারত। তিনি বলেন, ‘সে মুহূর্তে ২-০ হয়ে যেতে পারত স্কোরলাইনটা। এরপর আমরা গোল খেয়ে বসলাম। আমার মনে হয় ওটাই পার্থক্য গড়ে দিয়েছে। স্টেডিয়ামে সম্ভবত রেফারি আর ভিএআরের কাছেই মনে হয়নি এটা যে পেনাল্টি ছিল। এতে ব্রাজিলের বেশ ক্ষতিই হয়েছে।’

এ সম্পর্কিত আরও খবর