তামিমের ফিফটির পরও বড় রান পেল না বাংলাদেশ এ

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-08-01 13:33:16

অস্ট্রেলিয়া সফরে সাদা বলের লড়াই শুরু হয়েছে বাংলাদেশ এ দলের। নিজেদের প্রথম ম্যাচে নর্দান টেরিটরি স্ট্রাইকের বিপক্ষে অবশ্য ব্যাটিংটা ভালো হয়নি দলের।

তানজিদ হাসান তামিম ফিফটি করেছেন, দুই ওপেনারের ভালো শুরুর পরও বাংলাদেশ বড় রান পায়নি। ৫০ ওভারে ১০ উইকেট খুইয়ে রান তুলেছে মোটে ২৫০। 

আজ নর্দান টেরিটরির বিপক্ষে টস হেরেছে বাংলাদেশ। প্রতিপক্ষ অধিনায়ক বাংলাদেশকে পাঠিয়েছেন ব্যাটিংয়ে।

পারভেজ হোসেন ইমন আর তানজিদ মিলে দলকে নিখুঁত এক সূচনা এনে দিয়েছিলেন। উদ্বোধনী জুটিতে এসেছিল ১০০ রান।

তবে ফিফটির একটু আগে পারভেজ বিদায় নিলে বিপদে পড়ে বাংলাদেশ। জিসান আলম পরিস্থিতির দাবি মেটাতে পারেননি। ফিফটির পর বিদায় নিয়েছেন তামিমও।

এরপর চারে নামা আফিফ ৬, আকবর আলী ২৬, শামীম পাটোয়ারী ২০ আর মাহফুজ রাব্বী করেন ১৭ রান। মিডল অর্ডার থেকে বড় ইনিংস না আসায় বাংলাদেশের ২০০ রানকেও অসম্ভব মনে হচ্ছিল এক সময়।

তবে আবু হায়দার রনির ব্যাটে বেশ কিছু রান যোগ হয় দলের স্কোরবোর্ডে। ৪১ বলে তিনি করেন ৩৮ রান। তাতে ভর করেই বাংলাদেশ এ দলের পুঁজিটা শেষমেশ দাঁড়ায় ২৫০ রানে।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ‘এ’ ২৫০/১০, ৫০ ওভার (তামিম ৫৩, পারভেজ ৪৭, রনি ৩৮; হামিশ মার্টিন ৪৬/৪, চার্লি স্মিথ ৩৫/২, ম্যাট হ্যামন্ড ৪৬/২)

এ সম্পর্কিত আরও খবর