শান্তদের অনুশীলন বাতিল করলো বিসিবি

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-08-04 16:31:35

আবহাওয়া খারাপ থাকার কারণে শনিবার আবহাওয়ার কারণে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের রানিং টেস্ট বাতিল করা হয় বাংলাদেশ দলের। তবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ১৪ জন ক্রিকেটার অংশ নেন স্ট্রেন্থ টেস্টে। চলতি মাসে পাকিস্তান সফরকে সামনে রেখে অনুশীলন হবার কথা ছিল আজকেও (রোববার)। তবে কোটা আন্দোলনকে ঘিরে দেশে চলমান অস্থিরতায় ক্রিকেটার ও পোর্টিং স্টাফদের নিরাপত্তার কথা মাথায় রেখেই রোববারের এই অনুশীলনকে বাতিল করেছে বিসিবি। 

শান্তদের অনুশীলন বাতিলের বিষয়টি বার্তা২৪-কে নিশ্চিত করেছে বিসিবির বিশ্বস্ত এক সূত্র। 

এদিকে দেশের চলমান এই পরিস্থিতির কারণে অনেক ক্রিকেটার আসতে পারেননি ঢাকাতেই। এই কারণ মাথায় রেখেও অনুশীলন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। 

পাকিস্তানের বিপক্ষে চলতি মাসে দুটি টেস্ট ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। প্রথমটি শুরু হবে আগামী ২১ আগস্ট, রাওয়ালপিন্ডিতে এবং দ্বিতীয় টেস্ট শুরু আগামী ৩০ আগস্ট করাচিতে। 

লাল বলের ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের স্মৃতি মোটেও সুখকর নয়। এর আগে দল দুটি এই ফরম্যাটে মুখোমুখি হয়েছে মোট ১৩ বার, যার মধ্যে একটি একটি টেস্টেই ড্র করতে পেরেছিল বাংলাদেশ, বাকি সব জিতেছে পাকিস্তান। 

এ সম্পর্কিত আরও খবর