আগেভাগেই পাকিস্তানে যাচ্ছেন শান্তরা

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-08-11 13:16:26

দেশের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে বদলে গেল বাংলাদেশ জাতীয় দলের পাকিস্তানের যাওয়ার সূচি। সফরের জন্য শান্তদের পাকিস্তানের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল ১৭ আগস্ট। তবে তা এগিয়ে এলো পাঁচদিন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সোমবার পাকিস্তানের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল। 

বিসিবির এক বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোকে। 

১৩ আগস্ট বাংলাদেশ দল পৌঁছাবে লাহোরে। সেখানে গাদ্দাফি স্টেডিয়ামে তিন দিন অনুশীলনের পর প্রথম টেস্টের ভেন্যু রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামেও তিন দিন অনুশীলন করবে নাজমুল হোসেন শান্তর দল। সেখানে প্রথম টেস্টটি শুরু আগামী ২১ আগস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি আগামী ৩০ আগস্ট করাচিতে। 

দেশের বর্তমান পরিস্থিতিতে অফিশিয়াল অনুশীলন এখনও শুরুই করতে পারেনি বাংলাদেশ দল। কোচসহ সাপোর্টিং স্টাফরা নিরাপত্তাজনিত কারণে অবস্থান করছেন হোটেলে। 

এদিকে বাংলাদেশ দলকে আগেই পাকিস্তানে আসার আমন্ত্রণ জানিয়েছিল পিসিবি। তারা এও বলেছিল বাড়তি অনুশীলনের সকল সুবিধা দেওয়া হবে শান্তদের। সেই প্রস্তাবে রাজি হয়েই আগাভাগেই পাকিস্তানের উদ্দেশে রওনা হচ্ছে বাংলাদেশ দল। 

এ সম্পর্কিত আরও খবর