বাংলাদেশ প্রিমিয়ার লিগে ডাবল হ্যাটট্রিক!

ফুটবল, খেলা

স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম | 2025-01-04 20:23:32

অনেক অনেক দিন পর দেশের ফুটবলে দেখা মিলল এমন দৃশ্য! বাংলাদেশ প্রিমিয়ার লিগে রহমতগঞ্জের গোল উৎসবের দিনে ঘটল দারুণ এক ঘটনা! আজ শনিবার মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে ওয়ান্ডারার্সের বিপক্ষে তারা জিতল ৬-১ গোলে! আর ম্যাচেই বিস্ময়ের জন্ম দিলেন স্যামুয়েল বোয়াটেং।

ঘানার এই ফরোয়ার্ড একাই এই ম্যাচে করলেন ডাবল হ্যাটট্রিক! বিস্ময়কর হলেও সত্য এমনই কীর্তি গড়লেন ২৭ বছর বয়সী এই ফুটবলার।

১৭ বছর পর বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে এক ম্যাচে ৬ গোল করতে পারলেন কোন ফুটবলার। ২০০৭ সালের ১৩ এপ্রিল পেশাদার ফুটবল লিগের প্রথম আসরেই মোহামেডানের হয়ে এক ম্যাচে ৬ গোল করেছিলেন নোয়ান পল। রহমতগঞ্জের বিপক্ষে তার সেই সাফল্য স্মৃতিতে ফিরে এলো আজ আবার।

ম্যাচে ২৩, ৩৭, ৪৪, ২৩, ৬৬, ৭০তম মিনিটে গোলগুলো করেন বোয়াটেং। তিনি এবারই প্রথমবার খেলতে এসেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে। এসেই দেখালেন চমক!

৬ ম্যাচে ১০ গোল করে লিগের গোলদাতার তালিকায় শীর্ষে বোয়াটেং। ব্রাদার্স ইউনিয়নের চেক সিনে ৬ গোল নিয়ে নেমে গেলেন তালিকায় এরপরই।

লিগে ৬ ম্যাচে পুরো ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে মোহামেডান। আর আবাহনীকে তৃতীয় স্থানে নামিয়ে ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে চমক দেখানো পুরান ঢাকার দল রহমতগঞ্জ!

এ সম্পর্কিত আরও খবর