আবাহনীর কাছে হার, মোহামেডানকে চোখ রাঙাচ্ছে গ্রুপ পর্ব থেকে বিদায়
দেড় বছরে কত কী বদলে যায়! ভেন্যু, প্রতিপক্ষ, প্রতিযোগিতা সবই এক। তবে সব এক হলেও মোহামেডানের সামনে পরিণতিটা পুরোপুরি উল্টো। এক মৌসুম আগে ফেডারেশন কাপের ফাইনালে আবাহনীকে রোমাঞ্চকর এক লড়াইয়ে হারিয়ে শিরোপা জিতেছিল কোচ আলফাজ আহমেদের দল।
দেড় বছর পর এবার সেই আবাহনীর কাছে সেই কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ১-০ গোলে হেরেছে মোহামেডান। তাতেই এখন গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কায় পড়ে গেছে দলটা।
আজ গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয় দুই দল। প্রথমার্ধের লড়াইয়ে দুই দলের কেউই গোল পায়নি। দ্বিতীয়ার্ধে আবাহনী পেল গোল। ৭৪ মিনিটে প্রতি আক্রমণ থেকে শাহরিয়ার ইমনের ক্রসে মোহাম্মদ ইবরাহিম বল আছড়ে ফেললেন মোহামেডানের জালে। সেই এক গোলই ম্যাচের ভাগ্য গড়ে দিল।
ফেড কাপে টানা দ্বিতীয় জয়ে আবাহনী এখন চলে গেছে গ্রুপের শীর্ষে। ৬ পয়েন্ট নিয়ে তারা এখন রহমতগঞ্জের সমানে চলে এসেছে। যদিও রহমতগঞ্জ ম্যাচ খেলেছে একটা কম।
এদিকে এই হারের ফলে এখন মোহামেডানকে নিজেদের শেষ ম্যাচে জিতলেই হবে না। তাকিয়ে থাকতে হবে রহমতগঞ্জ আর আবাহনীর বাকি দুটো করে ম্যাচের দিকেও। সে দুই ম্যাচ থেকে একটা পয়েন্ট পেলেই দুই দল চলে যাবে শেষ চারে।
ফলে এই হার কার্যত মোহামেডানের সেমিফাইনালের স্বপ্নও শেষ করে দিল। আবাহনী চলতি মৌসুমের প্রথম ঢাকা ডার্বিতে হেরেছিল ১-০ গোলে। দ্বিতীয় ডার্বি ম্যাচে জিতে চিরপ্রতিদ্বন্দ্বীদের ঠেলে দেওয়া গেছে বিদায়ের দুয়ারে, জয়ের পাশাপাশি এ তথ্যটাও নিশ্চয়ই বাড়তি তৃপ্তি দেবে কোচ মারুফুল হকের দলকে।