বার্সেলোনার পর রিয়াল মাদ্রিদও কোপা দেল রের শেষ ষোলোয়

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

রিয়াল মাদ্রিদ কোপা দেল রে-র শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে। চতুর্থ স্তরের ক্লাব ডেপোর্টিভা মিনেরাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে কোচ কার্লো আনচেলত্তির দল। সোমবারের এই ম্যাচে দলের হয়ে দুটি অসাধারণ গোল করেন আরদা গুলের।

ম্যাচের শুরুতেই ফেদেরিকো ভালভার্দে দুর্দান্ত এক ভলিতে মাদ্রিদকে এগিয়ে দেন। আট মিনিট পর এদুয়ার্দো কামাভিঙ্গার হেডে ব্যবধান দ্বিগুণ হয়। ম্যাচের ৩০ মিনিটের আগেই গুলার প্রথম গোল করেন, তাতে ব্যবধান ৩-০ হয় রিয়ালের।  

বিজ্ঞাপন

বিরতির পর লুকা মদ্রিচের চমৎকার ফিনিশিং চতুর্থ গোল এনে দেয় রিয়ালকে। এরপর গুলারের দ্বিতীয় গোল মাদ্রিদের বড় জয় নিশ্চিত করে ফেলে। ব্যবধান আরও বড় হতে পারত, যদি না প্রতিপক্ষ গোলরক্ষক ফ্রান মার্টিনেজ দেয়াল তুলে দাঁড়াতেন। ভালভার্দে ও কিলিয়ান এমবাপ্পের বেশ কয়েকটি প্রচেষ্টা রুখে দেন তিনি।  

ঘরের মাঠে ডেপোর্টিভা মিনেরা সবচেয়ে কাছাকাছি এসেছিল ওমর পারডোমোর একটি দূরপাল্লার শটে। যা মাদ্রিদ গোলরক্ষক আন্দ্রেই লুনিনের পোস্টের পাশে দিয়ে বেরিয়ে যায়।  

বিজ্ঞাপন

এর আগের দিন বার্সেলোনায় নিজেদের ম্যাচে জয় তুলে নিয়ে চলে গেছে শেষ ষোলোতে। রবার্ট লেভান্ডভস্কির জোড়া গোলে দলটা ৪-০ গোলে হারায় বারবেস্তোকে।

এই জয়ের মাধ্যমে রিয়াল মাদ্রিদ তাদের ধারাবাহিক সাফল্য ধরে রাখলো। লা লিগায়ও তারা শীর্ষস্থানে রয়েছে ৪৩ পয়েন্ট নিয়ে, যেখানে দ্বিতীয় স্থানে রয়েছে আতলেতিকো মাদ্রিদ।