হারের বৃত্ত থেকে বের হবে সিলেট স্ট্রাইকার্স, প্রত্যাশা দর্শকদের

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

ঢাকা ও সিলেট পর্বে হারের মধ্যে ঘুরপাক খাচ্ছে সিলেট স্ট্রাইকার্স। টানা দুই ম্যাচ হারলেও এখনো জয়ের প্রত্যাশায় গ্যালারিজুড়ে অবস্থান করছে সিলেটের দর্শকরা। আশা-প্রত্যাশা পূরণ করতে পারবে নাকি আবারও এক বুক হতাশা নিয়ে স্টেডিয়াম ছাড়চে সিলেট স্ট্রাইকার্সের ভক্তরা তা ই এখন দেখার বিষয়। 

বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) ১১তম আসরে এখন পর্যন্ত ৭ দলের মধ্যে পয়েন্ট তালিকার ৬ নম্বরে রয়েছে সিলেট স্ট্রাইকার্স। দল জয় খরায় থাকলেও তাদের খেলায় গ্যালারিতে দর্শকের কমতি নেই। প্রিয় দলকে সমর্থন দিতে মাঠে এসেছেন সিলেটের ক্রীড়ামোদী দর্শকরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নেমেছে সিলেট স্ট্রাইকার্স। দর্শকদের আশা এই ম্যাচ দিয়েই ঘুরে দাঁড়াবে সিলেট স্ট্রাইকার্স। 

স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে কথা সিলেটের ওসমানীনগর থেকে আসা সাকিবের সঙ্গে। তিনি বলেন, 'সিলেটের খেলা দেখতে বন্ধু-বান্ধবদের নিয়ে এসেছি। মাঠে খেলোয়াড়রা খেলবে আর আমরা গ্যালারিতে বসে তাদের উৎসাহ দেবো। আজ সিলেট জিতবেই। সিলেটকে জিতিয়েই বাসায় ফিরতে চাই।'

বিজ্ঞাপন

সিলেট স্ট্রাইকার্সের বিদেশী খেলোয়াড় রাকিম কর্নওয়ালকে নিয়ে দর্শকদের আগ্রহের কমতি নেই। টুকেরবাজার থেকে দেখতে আসা শাহরিয়ার নামে একজন বলেন, 'রাকিম কর্নওয়ালকে দলে রাখা হলেও সিলেটে খেলছে না। আমরা চাই সে খেলুক। সে খেললে জয় আমাদের হবে।'

দলের অধিনায়ক নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মিনহাজ আহমদ নামে এক দর্শক। তিনি বলেন, 'টানা দুই ম্যাচ হার মানতে পারছি না। দলে অনেক ভালো ভালো প্লেয়ার রয়েছে। কিন্তু অধিনায়ক দেয়া হয়েছে আরিফুল হককে। যার কোনো যোগ্যতা নেই। আমাদের সিলেটের জাকির আলী অনিক, জাকির হাসান ও তানজিম সাকিবসহ আরও অনেক প্লেয়ার আছে তাদের মাঝে কাউকে দিলে ভালো হতো।