গুড়ে ক্ষতিকারক দ্রব্য, ২ প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, চাঁপাইনবাবগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

গুড় তৈরির কারখানায় অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, ছবি: সংগৃহীত

গুড় তৈরির কারখানায় অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চিনিসহ ক্ষতিকারক দ্রব্য মিশিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে গুড় তৈরির দায়ে দুটি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের আব্বাসবাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চাঁপাইনবাবগঞ্জ এ জরিমানা করে।

বিজ্ঞাপন

জানা গেছে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চাঁপাইনবাবগঞ্জের সহকারী পরিচালক মো. জহিরুল ইসলামের নেতৃত্বে সোমবার কানসাট ইউনিয়নের আব্বাসবাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে চিনিসহ ক্ষতিকারক দ্রব্য মিশিয়ে এবং অস্বাস্থ্যকর পরিবেশে গুড় তৈরি করার দায়ে ভোক্তা অধিকার আইনে শামীম হোসেনের কারখানাকে ৮০ হাজার টাকা এবং আব্দুস সালামের কারখানাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।