টেকনাফে আটক বিজিপির ৪ সদস্যকে হস্তান্তর বুধবার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কক্সবাজার
  • |
  • Font increase
  • Font Decrease

আটক বিজিপি সদস্য

আটক বিজিপি সদস্য

কক্সবাজারের টেকনাফে অনুপ্রবেশের দায়ে আটক হওয়া মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) চার সদস্যকে বুধবার হস্তান্তর করা হবে। বান্দরবানের ঘুমধুম সীমান্ত দিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে আটক বিজিপি সদস্যদের হস্তান্তর করা হবে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে বার্তাটোয়েন্টিফোর .কমকে েএ তথ্য জানিয়েছেন কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ।

বিজ্ঞাপন

তিনি জানান, আগামীকাল বুধবার দুপুর ১২টায় আটক চারজনকে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করা হবে। এ সময় মিয়ানমার ও বাংলাদেশের প্রতিনিধি দল উপস্থিত থাকবেন।

বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে রোববার (২৫ আগস্ট) রাতে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া নাফ নদী পয়েন্ট থেকে বিজিপির ওই চার সদস্যকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজ্ঞাপন

জিজ্ঞাসাবাদে আটককৃতরা বিজিপি সদস্য বলে স্বীকার করেন। তাদের কাছ থেকে একটি স্পিড বোট, অস্ত্র ও গোলাবারুদও জব্দ করা হয়।