গাইবান্ধায় ইক্ষু গবেষণা কেন্দ্রের প্রহরীর মরদেহ উদ্ধার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নির্মাণাধীন ইক্ষু গবেষণা কেন্দ্র থেকে প্রহরী কুতুব উদ্দিনের (৪২) মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভগবানপুর এলাকার বাংলাদেশ সুগার মিল গ্রুপ অব ইন্ডাস্ট্রির (ইক্ষু গবেষণা কেন্দ্র) নির্মাণাধীন ভবন থেকে মরদেহটি উদ্ধার করেন থানা পুলিশ।

বিজ্ঞাপন

নিহত প্রহরী কুতুব উদ্দিন মাগুরা জেলার পারনন্দাইল উপজেলার সারংবদিয়া গ্রামের মৃত আহমেদ চৌধুরীর ছেলে বলে জানা গেছে।

পুলিশ জানায়, শ্রমিকেরা শনিবার সকালে কাজ করতে এসে কুতুব উদ্দিনের মরদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

এ তথ্য নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান বার্তাটোয়েন্টিফোর.কম-কে জানান, কুতুব উদ্দিনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।