মেরিনড্রাইভে পাহাড় ধসে যানচলাচল বন্ধ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কক্সবাজার
  • |
  • Font increase
  • Font Decrease

কক্সবাজারের মেরিনড্রাইভ সড়কে পাহাড় ধস, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

কক্সবাজারের মেরিনড্রাইভ সড়কে পাহাড় ধস, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

কক্সবাজারের মেরিনড্রাইভ সড়কে পাহাড় ধসে যানচলাচল বন্ধ রয়েছে। এ ঘটনায় মাটি চাপা পড়ে আহত হয়েছেন অন্তত ১০ জন। দুই সিএনজি চালিত অটোরিকশাসহ ক্ষতিগ্রস্ত হয়েছে পাঁচ যানবাহন।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে মেরিনড্রাইভের হিমছড়ি অংশে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

বিজ্ঞাপন

মেরিনড্রাইভে পাহাড় ধসে যানচলাচল বন্ধ

তবে প্রত্যক্ষদর্শীদের দাবি, এ সময় এক সিএনজি চালকসহ পাঁচজন নিখোঁজ রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকেল পৌনে ৫টা) যানচলাচল বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আলমগীর বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, 'উদ্ধার কাজ চলছে। এখন কিছু বলা যাচ্ছে না।'