কুষ্টিয়ায় ফার্মেসি ও মিষ্টির দোকানে ৫৫ হাজার টাকা জরিমানা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

ভেজাল বিরোধী অভিযান

ভেজাল বিরোধী অভিযান

কুষ্টিয়ায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় ও ফিজিশিয়ান স্যাম্পল দোকানে রাখার অপরাধে তিনটি ফার্মেসি ও ওজনে কম দেয়ায় একটি মিষ্টির দোকানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে কুমারখালি উপজেলার যদুবয়রা ও জয়বাংলা বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

অভিযানটির নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামান।

এসময় তিনি জানান, ফিজিসিয়ান স্যাম্পল ঔষধ এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে আলী ফার্মেসিকে ৪০হাজার টাকা, বিশ্বাস ফার্মেসিকে ৫ হাজার টাকা এবং দইয়ের ওজন কম দেওয়ার অপরাধে চাঁদ মিষ্টান্ন ভাণ্ডারকে ১০হাজার টাকা জরিমানা করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

এসময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ ইনসাফ হোসেন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।