বরগুনায় ইলিশ উৎসব আগামী ২ অক্টোবর
আগামী ২ অক্টোবর বরগুনা সার্কিট হাউজ মাঠে ইলিশ উৎসব-২০১৯ অনুষ্ঠিত হবে। এ উৎসবে বরগুনাকে ‘ইলিশের জেলা’ ঘোষণা করা হবে।
বরগুনা জেলা প্রশাসন ও টেলিভিশন ফোরাম যৌথভাবে এ উৎসবের আয়োজন করেছে। এবারই প্রথম এই উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ উৎসবকে ঘিরে বরগুনা জেলা প্রশাসন কার্যালয় ও ইলিশ চত্বরটি সাজানো হয়েছে। ইলিশ উৎসবকে ঘিরে জেলার সব ধরনের মানুষের মাঝে আনন্দ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
আগামী ২ অক্টোবর দিনব্যাপী উৎসবে থাকছে র্যালি, সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, আলোচনা সভা, নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ ইলিশের উপর নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শনী।
এছাড়া বরগুনার পায়রা, বলেশ্বর, বিষখালীসহ বঙ্গোপসাগরের ইলিশ দিয়ে তৈরি বিভিন্ন রকমের খাবারের আয়োজন করা হবে। এসব খাবার স্বল্প মূল্যে বিক্রি হবে।