মানিকগঞ্জে ব্রিজের পাইলিং করার সময় গ্যাস লাইনে ছিদ্র

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, মানিকগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ব্রিজের পাইলিং করার সময় গ্যাস লাইনে ছিদ্র, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ব্রিজের পাইলিং করার সময় গ্যাস লাইনে ছিদ্র, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বারবারিয়ায় ব্রিজের পাইলিং করার সময় গ্যাস লাইনে ছিদ্র হওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সড়ক ও জনপথের সাব এসিসটেন্ট ইঞ্জিনিয়ার কামাল উদ্দিন আহমেদ।

বিজ্ঞাপন

এ বিষয়ে তিনি বলেন, 'বারবারিয়ায় ব্রিজের পাইলিং করার সময় গ্যাস লাইনের একটি পাইপ ছিদ্র হয়ে গেছে। তারপর থেকে ওই পাইপ থেকে অনবরত গ্যাস বেরোচ্ছে। বিষয়টি মানিকগঞ্জ ফায়ার সার্ভিস এবং তিতাস গ্যাস কর্তৃপক্ষকে জানানো হয়েছে।'

তিনি আরও বলেন, 'গ্যাস লাইনের পাইপ থেকে গ্যাস বন্ধ করার যাবতীয় প্রক্রিয়া অব্যাহত রয়েছে।' তবে সকাল ১০ টা নাগাদ পর্যন্ত গ্যাস বন্ধ করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

বিজ্ঞাপন

এদিকে, ছিদ্রের অংশ থেকে প্রচুর পরিমাণে গ্যাস বেরোচ্ছে। যা দেখতে ভিড় জমিয়েছে উৎসুক জনতা। তবে এই ছিদ্র থেকে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে এলাকাবাসী।