অন্ধকারাচ্ছন্ন ১০ গ্রামে বিদ্যুতের আলো

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের ১০টি গ্রামের সহস্রাধিক মানুষ যুগ যুগ ধরে অন্ধকারে বসবাস করে আসছিলেন। দীর্ঘদিনের বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত মানুষদের ঘরে অবশেষে পৌঁছালো বিদ্যুতের আলো।

শুক্রবার (৪ অক্টোবর) ঐসব গ্রামে পল্লী বিদ্যুতের শুভ উদ্বোধন করেন স্থানীয় সাংসদ প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী।

বিজ্ঞাপন

উপজেলার তেঘরা তল্লাপাড়া মিশন স্কুলের মাঠে স্থানীয় সমাজ সেবক আবদুর রশিদ মন্ডলের সভাপতিত্বে কামদিয়া ইউনিয়নের তেঘরা, তল্লাপাড়া, ভোউরসহ মোট ১০টি গ্রামে পল্লী বিদ্যুতের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল লতিফ প্রধান, গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতির গোবিন্দগঞ্জ জোনাল অফিসের ডিপুটি জেনারেল ম্যানেজার আবদুর কাদের, কামদিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোশাফেদ হোসেন চৌধুরী বাবলু প্রমুখ

বিজ্ঞাপন

এসময় প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী এমপি বলেন, আওয়ামী লীগ সরকার জনবান্ধন সরকার। দেশে শতভাগ বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করতে বদ্ধপরিকর।