ফের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, মানিকগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

পাটুরিয়া ফেরিঘাট, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

পাটুরিয়া ফেরিঘাট, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

সকাল থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক থাকলেও তীব্র স্রোতের কারণে ফের বন্ধ ঘোষণা করেছে ঘাট কর্তৃপক্ষ। তবে জরুরি রোগীবহনকারী অ্যাম্বুলেন্স ও লাশ বহনকারী গাড়িগুলো সাবধনতার সঙ্গে ছোট ফেরিতে পারাপারের ব্যবস্থা অব্যাহত রয়েছে।

শনিবার (৫ অক্টোবর) দুপুর ২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এতে পদ্মা নদীর উভয় পাড়ে আটকে পড়েছে কয়েক শতাধিক যানবাহন।

বিজ্ঞাপন

আরও পড়ুন: কমছে পদ্মার পানি, এখনো বন্ধ ২ ফেরি ঘাট

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের এজিএম জিল্লুর রহমান বার্তাটোয়েন্টিফোর.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নদীতে প্রচণ্ড স্রোতের কারণে ফেরিগুলো যানবাহন নিয়ে চলাচল করতে পারছে না। ফলে নৌরুটে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। তবে জরুরি রোগীবহনকারী অ্যাম্বুলেন্স ও লাশবহনকারী গাড়িগুলো খুব সাবধানতার সঙ্গে ছোট ফেরি দিয়ে নৌরুট পারাপারের ব্যবস্থা করা হয়েছে।

বিজ্ঞাপন

নদীতে স্রোত না কমা পর্যন্ত ফেরি চলাচল স্বাভাবিক রাখা সম্ভব নয় বলেও জানান তিনি।