কল্পনা না থাকলে মানুষ কখনও বড় হতে পারে না: ডেপুটি স্পিকার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা তুলে দিচ্ছেন ডেপুটি স্পিকার, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা তুলে দিচ্ছেন ডেপুটি স্পিকার, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাড. ফজলে রাব্বী মিয়া বলেছেন, ‘বই পড়ার কোনো বিকল্প নেই। কল্পনা না থাকলে মানুষ কখনও বড় হতে পারে না। আর বই পড়লে সেই কল্পনার জগৎ তৈরি হয়। তাই শিক্ষার্থীদের সব ধরনের বই পড়তে হবে।’

শনিবার (৫ অক্টোবর) দুপুরে গাইবান্ধার রাধাকৃষ্ণপুরে এসকেএস ইনে বে-সরকারি উন্নয়ন সংস্থা আশা আয়োজিত মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে ডেপুটি স্পিকার প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি ছাত্রছাত্রীদের পাঠ্য বইয়ের বাইরে অন্য বইও পড়ার পরামর্শ দিয়েছেন।

অনুষ্ঠানে ২০১৯ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৩৮ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৩ লাখ ৮০ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়।

বিজ্ঞাপন

আশা কেন্দ্রীয় কার্যালয়ের অ্যাডভাইজার (অপারেশন) ফয়জার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাইবান্ধার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোছা. রোখছানা বেগম ও পুলিশ সুপার মুহম্মদ তৌহিদুল ইসলাম প্রমুখ।