না.গঞ্জে গৃহবধূকে পিটিয়ে হত্যা, স্বামী পলাতক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নারায়ণগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে কুলসুম (১৯) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার কড়ইতলা পাচানি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে নিহতের শ্বশুর জলিল ও তার স্ত্রীকে আটক করেছে পুলিশ। তবে এ ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে। নিহতের পরিবারের দাবি তাকে পিটিয়ে হত্যা করেছে তার স্বামী শাহ আলম। নিহত কুলসুম একই এলাকার মানিকপুর গ্রামের আব্দুল হকের মেয়ে।

বিজ্ঞাপন

নিহতের বড় ভাই শেখ ফরিদ জানান, সোমবার সকালে বোনের শ্বশুর বাড়ি থেকে খবর আসে বোন অসুস্থ হওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। হাসপাতালে গিয়ে দেখেন বোনের মৃতদেহ পড়ে রয়েছে।

এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে কিভাবে মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন