কাঁঠালবাড়ি ঘাটে শ্রমিকের মরদেহ উদ্ধার, আটক ৩

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, মাদারীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

আটকৃতরা, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

আটকৃতরা, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

মাদারীপুরে শিবচর উপজেলার কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটের কাঁঠালবাড়ি স্পিডবোট ঘাট এলাকা থেকে হাসান মিয়া (২০) নামের এক পরিবহন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ভোরে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে সেখানকার তিন কুলিকে আটক করা হয়।

বিজ্ঞাপন

মৃত হাসান মিয়া ফরিদপুর সদর উপজেলার লক্ষীপুর গ্রামের বাসিন্দা। সে স্থানীয় ডিএম পরিবহনের হেলপার ও মাঝে মাঝে ঘাট এলাকায় কুলি হিসেবে কাজ করতেন বলে জানা যায়।

আটকরা হলেন- কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার বড়িয়া কৃঞপুর গ্রামের সালাউদ্দিন মোল্লার ছেলে নাজমুল (২২), পটুয়াখালী জেলার কুয়াকাটা থানার তাসনুপাড়া গ্রামের হাকিম মৃধার ছেলে সাগর মৃধা (১৮) ও ফরিদপুরের নগর কান্দা উপজেলার বাড়ৈয় ডাঙ্গী গ্রামের সৃজন শেখের ছেলে সাইফুল শেখ (১৯)।

বিজ্ঞাপন

স্থানীয় লোকজন জানান, ভোরে কাঁঠালবাড়ি ঘাটের কাছে বালুর স্তূপের মধ্য একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে সকাল ১০টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

শিবচর থানার উপ-পরিদর্শক সাহাদাৎ হোসেন জানান, ধারণা করা হচ্ছে অন্তঃকোন্দলের কারণে এ হত্যাকাণ্ড হতে পারে। মরদেহটির ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিন কুলিকে আটক করা হয়েছে।