মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

নিখোঁজ কলেজ ছাত্র প্রসেনজিৎ দাশ, ছবি: সংগৃহীত

নিখোঁজ কলেজ ছাত্র প্রসেনজিৎ দাশ, ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে খালে মাছ ধরতে গিয়ে প্রসেনজিৎ দাশ (২০) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় জাফতনগর ইউনিয়নের তেলপারই খালে দুর্ঘটনাটি ঘটে। নিখোঁজ প্রসেনজিৎ দাশ জাফতনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মধ্যম দাশ পাড়ার বাচা জলদাশের ছেলে। তিনি রাউজান গহিরা কলেজ থেকে ২০১৯ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন।

বিজ্ঞাপন

জানা গেছে, সকাল ৮টায় নৌকা করে বাবার সঙ্গে খালে মাছ ধরতে যায় প্রসেনজিৎ দাশ। মাছ ধরতে বাবাকে সহযোগিতা করছিলেন তিনি। এ সময় হঠাৎ তিনি নৌকা থেকে পড়ে খালের পানিতে ডুবে যান।

স্থানীয় লোকজনের সহযোগিতায় বিকেল পর্যন্ত খালে জাল মেরে এবং ডুব দিয়ে খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর একই খালে একই স্থানে বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে আবুল কাসেম নামের এক বৃদ্ধের মৃত্যু হয়।