রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪, আহত ৫০

  • ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রোববার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  ছবি: বার্তা২৪.কম

রোববার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ছবি: বার্তা২৪.কম

রংপুর: রংপুরের সিও বাজার এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ রয়েছেন।

রোববার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ যাত্রী। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

বিজ্ঞাপন

রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল এ) সাইফুর রহমান জানান, বগুড়া থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী বিআরটিসি বাসটি সিও বাজার এলাকায় পৌঁছালে বিপরীতমুখী রংপুরগামী অপর একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Sep/02/1535875200757.jpg

এতে ঘটনাস্থলেই চারজন নিহতসহ আহত হয় আরও ৫০ জন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।  এর মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক।

কোতয়ালী থানার ওসি মুক্তারুল আলম বার্তা২৪.কমকে জানান, এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।