ঈগল পরিবহনের চাপায় এসআই নিহতের ঘটনায় বাস চালক কারাগারে

  • কোর্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ঈগল পরিবহনের চাপায় এসআই নিহতের ঘটনায় বাস চালক কারাগারে, ছবি: সংগৃহীত

ঈগল পরিবহনের চাপায় এসআই নিহতের ঘটনায় বাস চালক কারাগারে, ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে ঈগল পরিবহনের চাপায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার নিহতের মামলায় গ্রেপ্তার হওয়া পরিবহনের চালক বেলাল হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শুনানী শেষে সোমবার (৩ সেপ্টেম্বর) ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস এ আদেশ দেন।

বিজ্ঞাপন

এদিন দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা শাহ আলী থানার এসআই খোকন চন্দ্র দেবনাথ আসামিকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের প্ররিপ্রেক্ষিতে আদালত কারাগারে আটক রাখার আদেশ দেন।

উল্লেখ্য, রোববার (২ সেপ্টেম্বর) বিকেল মিরপুর-১ নম্বরের চিড়িয়াখানা রোড সংলগ্ন রাইনখোলায় ঈগল পরিবহনের একটি বাসের চাপায় পুলিশের এসআই উত্তম কুমার নিহত হন। এই বাসাটিকে অন্য দুর্ঘটনায় জব্দ করে থানায় নিয়ে যাচ্ছিলেন উত্তম কুমার। তিনি মোটরসাইকেল চালিয়ে বাসটির সামনে গেলে বাসটি উত্তম কুমারকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান।

ওই ঘটনায় নিহতের ভাই দীপংকর বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

জব্দ করা বাসটি বেশ পুরোনো ও ভাঙাচোরা। এটি ঢাকা থেকে বরিশাল ও খুলনার পথে চলাচল করত।