অবৈধ ট্রাক্টর খুঁড়ে খাচ্ছে ফসলি জমি
অবৈধ ট্রাক্টর খুঁড়ে খাচ্ছে ফসলি জমি। মাটি কেটে নেওয়ায় ওই সব জমিতে এবার ফসল ফলাতে পারছে না কৃষকরা।
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের উভারামপুর ও নূরপুর কৃষি মাঠে গিয়ে এমন চিত্র দেখা গেছে।
স্থানীয় কৃষক মো. ইউসুফ মিয়া বলেন, ‘গত কয়েক বছর ধরে টোরামুন্সীর হাটে ইউএন বি, বি জে কে, এম অ্যান্ড বিসহ প্রায় ১০টি ইটভাটা ইট তৈরির কাজে উভারামপুর ও নূরপুর এলাকার কৃষি মাঠ খুঁড়ে খাচ্ছে। এখানে একাধারে অবৈধ ট্রাক্টরের মাধ্যমে মাটি উত্তোলন করা হচ্ছে। ফলে আমাদের বাধ্য হয়ে তাদের কাছে মাটি বিক্রি করতে হচ্ছে।’
ক্ষতিগ্রস্ত কৃষক হারুন, মাসুদ ও রফিকসহ কয়েকজন জানান, মুন্সীর হাটের ইটভাটার মালিক ফরিদ হোসেন, হান্নান মিয়া, সুমন মিয়াসহ ভূমিদস্যুরা ভেকু মেশিন দিয়ে তাদের জমি থেকে মাটি উত্তোলন করে নিয়ে গেছে। গত কয়েকদিন ধরে জমির মালিক মাটি উত্তোলন বন্ধ করতে বললে হুমকি দিয়ে আসছে। এ বিষয়ে তারা গত বছর প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেও কোনো সুরাহা পাননি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ফরিদগঞ্জ উপজেলার উভারামপুর-নূরপুর এলাকায় প্রায় ১০-১৫টি অবৈধ ট্রাক্টর মাটি উত্তোলনের কাজে নিয়োজিত। প্রতিনিয়ত ওইসব ট্রাক্টর ইটভাটার কাজে নিয়োজিত রয়েছে। গ্রামীণ রাস্তা দিয়ে যখন এসব দানব ট্রাক চলাচল করে তখন আশপাশের বসবাসরত ঘর-বাড়ি, দোকান পাট, স্কুল কলেজের শিক্ষার্থীসহ পথযাত্রীদের ধুলাবালির কারণে ভোগান্তির সৃষ্টি হয়।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুন-অর রশিদ বলেন, ‘লিখিত অভিযোগ পেলে ভালো হতো, তারপরেও অভিযোগ যেহেতু এসেছে, আমরা অবশ্যই অবৈধ ট্রাক্টরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’