পোর্টসিটি ইউনিভার্সিটির সমাবর্তন

বাংলাদেশ হবে শক্তিশালী অর্থনীতির দেশ: শিক্ষামন্ত্রী

  • স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বাংলাদেশ বিশ্বের দ্রুত বিকাশমান দেশ। শক্তিশালী অর্থনীতির দেশ হবে এটি। ২০২১ সালে ২৮তম এবং ২০৪১ সালে ২৩তম অর্থনীতির দেশে রূপান্তরিত হবে বাংলাদেশ।

রোববার (৩১ মার্চ) দুপুরে চট্টগ্রামের পোর্টসিটি ইউনিভার্সিটির প্রথম সমাবর্তন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Mar/31/1554028099715.jpg

দেশকে এগিয়ে নিতে বঙ্গবন্ধুকন্যা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন উল্লেখ করে দীপু মনি বলেন, জেগে ওঠা জাতিকে বন্দুক ও কামান দিয়ে থামানো যায় না। আমারা এমন এক পৃথিবীর দিকে তাকাবো যেখানে দেশ শিল্পোন্নত।

বিজ্ঞাপন

শিক্ষামন্ত্রী বলেন, জঙ্গিবাদ ও মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে হবে। যুব সমাজ যেন ধ্বংসের দিকে পতিত না হয়, সেদিকে আমাদের সতর্ক থাকতে হবে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Mar/31/1554028088143.jpg

পোর্টসিটি ইউনিভার্সিটির প্রথম এই সমাবর্তন অনুষ্ঠানে দুই হাজার ৮৮ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

আরও পড়ুন: মানবিক শিক্ষা অর্জনের তাগিদ দিলেন শিক্ষা উপমন্ত্রী